মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

শত কোটি টাকা নিয়ে পলাতক শিবচরের হালান মোল্লা গ্রেপ্তার 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শত কোটি টাকা নিয়ে পলাতক শিবচরের হালান মোল্লা গ্রেপ্তার 

মাদারীপুর শিবচরের প্রতারক হালান মোল্লা কে বরিবার (৩০ ডিসেম্বর)  ঢাকা হতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত সোমবার তাকে  শিবচর থানায় হস্তান্তর করে। এই খবর গঞ্জাহকরা শোনামাত্রই শিবচর থানায় শত শত গ্রাহক তাদের চুক্তিপত্র নিয়ে অবস্থান নেয়। 

শিবচর থানা সহকারী অফিসার্স ইনচার্জ জাকির হোসেন সবাইকে মাদারীপুর আদালতে যাওয়ার নির্দেশ দেন। প্রতি লাখে ১৮ হাজার টাকা লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে গত ২৫ ডিসেম্বর মাদারীপুরের শিবচরে কয়েকশ গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছিল হালান মোল্লার বিরুদ্ধে। 

এই ঘটনায় দুদকে একটি অভিযোগও দেয়া হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার নলগোড়া এলাকার হালান মোল্লা  ইটের ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অবৈধভাবে কয়েকশ কোটি টাকা সংগ্রহ করেছেন। দুই এক মাস লাভের টাকা দিলেও পরে শুরু করেন টালবাহানা। 

স্থানীয়রা জানান, শিবচর উপজেলার নলগোড়া গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে হালান মোল্লা কয়েকবছর আগেও সামান্য কৃষি শ্রমিকের কাজ করতেন। বর্তমানে তিনি কয়েকশ কোটি টাকার মালিক। নিজের ও পরিবারের ব্যবহারের জন্য কিনেছে দামি গাড়ি। 

সমপ্রতি তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছে স্থানীয় এক বাসিন্দা। অভিযোগে বিপুল পরিমাণ সম্পদের বিবরণ দেয়া হয়েছে। স্থানীয়দের দাবি তাদের উত্থান পিলে চমকানোর মতোই। 

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, অধিক লাভের আশায় বিনিয়োগের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে কয়েকশো বাসিন্দা। এদের মধ্যে শিক্ষক, সরকারি কর্মী, ব্যবসায়ী, গৃহবধূসহ অনেকেই আছেন। প্রতি লাখে মাসে ১৮হাজার টাকা লাভ দেয়ার প্রলোভন দেখানো হয়। অনেককেই দুইএক মাস লাভের টাকাও দেয়া হয়। এতে উৎসাহিত হয়েছে আরও অনেকেই বিনিয়োগ করেন। এভাবেই মাত্র কয়েক মাসে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই দুজন। 

মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এই বিষয় অভিযোগ আসলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ভাস্কর সাহা বলেন, প্রতারণা শিকার কেউ অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

টিএইচ